দেশজুড়ে বাড়ছে করোনা : লকডাউন শহরে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

BMC_Covid__PTI__1200x768

আজকাল অটোতে উঠলে মাস্কটা কি আর পরছেন না?ভোটের জমায়েতে কি মাস্ক ছাড়াই যাচ্ছেন? মাস্ক পরলে গরমটা আজকাল বেশীই লাগছে না কি?স্যানিটাইজারের বোতলটা লাস্ট কবে বের করেছেন ব্যাগের সাইড চেন থেকে?মনে পরছে না তো?যদি মনে না পরে তাহলে কিন্তু বিপদ আপনার ঘাড়ের উপরেই। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নয়া রিপোর্ট অনুযায়ী,স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানান,দেশের 16টি রাজ্যের 70টি জেলায় 150 শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ। এর মধ্যে 60 শতাংশ আক্রান্তই মহারাষ্ট্রে। মহারাষ্ট্র,কেরালা,কর্ণাটক সহ একাধিক রাজ্যে আবারও বাড়ছে করোনা।ইতিমধ্যেই মহারাষ্ট্রের কয়েকটি জায়গায় লকডৃউন শুরু হয়েছে।গতকাল দেশের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সেই বৈঠকে ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মমতা ব্যানার্জীর দাবী,তিনি কেন্দ্রকে বারংবার আর্জি জানালেও তাঁর রাজ্যের সবাইকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেনি কেন্দ্রের সরকার।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর