<span;>আবারও দেশ জুড়ে বাড়ছে করন,ছড়াচ্ছে করোনা নতুন ঢেউ। আবারও করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তায় রাজ্য। আগামী বিধানসভা নির্বাচনের মধ্যে যাতে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে সেজন্য রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশসুপার ও স্বাস্থ্য আধিকারিকের নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেন। সেখানে দেওয়া নির্দেশগুলি হল :
1. রাস্তায় মাস্কের ব্যবহার ও শারীরিক দূরত্ব বজায় আবশ্যক।
2. সামাজিক অনুষ্ঠানগুলি নিয়ম মেনে হচ্ছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে।
3. গণপরিবহনে মানতে হবে কোভিড প্রোটোকল।
4. রাজনৈতিক অনুষ্ঠান ও শোভাযাত্রা নিয়ম মেনে করতে হবে।
5. ভ্যাকসিন বিতরণ দ্রুত করতে হবে।
6. বয়স্ক ও কোমরবিটি রোগীদের উপর গুরুত্ব দিতে হবে।
7. করোনা টেস্ট,আইসোলেশন ও চিকিৎসা প্রক্রিয়া বারানোর নির্দেশ দেওয়া হয়েছে।
8. হাসপাতাল পরিকাঠামো,অক্সিজেন, অ্যাম্বুলেন্স ও হেল্পলাইন সব সঠিকভাবে তৈরি রাখতে হবে।
9. নির্বাচন প্রক্রিয়া কোভিড প্রোটোকল মেনে করতে হবে।