নববর্ষের সূচনা লগ্নে দিল্লী যেন কাশ্মীর!

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210101_145948

জাতীয় নিউজ ডেস্ক : 2021 ইংরেজি নববর্ষের সূচনায় প্রবল শৈত্যপ্রবাহের কবলে রাজধানী শহর দিল্লি। মৌসুমের শুরু থেকেই দিল্লিতে তাপমাত্রা ৪-৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে ঘোরাঘুরি করছে। গতকাল বছরের শেষদিন রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১.১ ডিগ্রি সেলসিয়াসে। বছরের প্রথম দিন সকালে রাজধানীর শহরের বেশিরভাগ এলাকাতেই দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি ছিল বলে জানানো হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর এর তরফ থেকে।

ভারতীয় আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অফিস থেকে জানানো হয়েছে, আজকেও প্রবল শৈত্যপ্রবাহের কবলে থাকবে রাজধানী শহর। তবে আগামীকাল থেকে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। জানুয়ারির ৫ তারিখের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে বলে জানানো হয়েছে। এই তাপমাত্রা বৃদ্ধির কারণ মূলত পশ্চিমী ঝঞ্ঝার আগমন। এর প্রভাবে আগামী তিন-চার দিনের মধ্যে দিল্লির কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যেতে পারে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর