ধান ক্রয়ে দুর্নীতি বন্ধের দাবিতে সুতী ২ ব্লকের কৃষি মাণ্ডিতে সারা ভারত কৃষক সভার ডেপুটেশন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

ei-samay

এনবিটিভি : সুতী ২ ব্লকের কৃষি মাণ্ডিতে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা সুতী ২ ব্লক কমিটি। সারা ভারত কৃষক সভার সুতী ২ ব্লক কমিটির সম্পাদক মোহাম্মদ তফিজুল ইসলাম বললেন কৃষি মাণ্ডিতে ধান ক্রয় এবং ধান বিক্রয় করার জন্য কার্ড তৈরি করতে প্রকৃত চাষীরা হয়রানির স্বীকার হচ্ছে। প্রকৃত চাষীরা সুযোগ সুবিধা পাচ্ছেনা। সুতী ২ ব্লকের কৃষি মাণ্ডি বর্তমানে দুর্নীতির আতুঁড় ঘরে পরিণত হয়েছে। শাসক দলের নেতাদের কমিশন দিয়ে দালালরা অবাধে ধান বিক্রয় করছেন এবং ভুতুড়ে কার্ড তৈরি করছে। কৃষি মাণ্ডিতে নজিরবিহীন দুর্নীতি হচ্ছে এই দুর্নীতির সাথে সরাসরি যুক্ত তৃণমূল কংগ্রেসের বহু নেতা।

কৃষি মাণ্ডির দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং সুতী ২ ব্লকের বিডিও। এই ত্রিফলা দুর্নীতির ফলে সাধারণ চাষীরা দিশেহারা তারা কার কাছে যাবে তাদের যন্ত্রনার কথা বলতে। বিভিন্ন চাষী বিডিও সাহেবের কাছে গিয়েছেন কিন্তু কোন সুরাহা হয়নি বরং বিডিও সাহেব কৃষি মাণ্ডির দায়িত্বপ্রাপ্ত অফিসারের পাশে দাঁড়িয়েছে,সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে বিডিও নিকট গত ২৬/১১/২০২১ ডেপুটেশন দেওয়া হয় কিন্তু বিডিও ডেপুটেশনে উপস্থিত ছিলেন না। বিডিও ডেপুটেশনে অংশ গ্রহণ করার সাহস দেখাতে পারেনি। এখান থেকেই প্রমাণ হয় উনি নিজেই দুর্নীতির সাথে যুক্ত। সারা ভারত কৃষক সভার সুতী ২ ব্লক কমিটির সম্পাদক বলেন কৃষক সভার নেতৃত্বে সারা দেশ জুড়ে কৃষি বিল বাতিলের দাবিতে আন্দোলন গড়ে উঠেছিল কেন্দ্রীয় সরকার সেই বিল বাতিল করতে বাধ্য হয়। দেশের সরকারকে যদি বাধ্য করতে পারি তাহলে সুতী ২ ব্লকের বিডিও এবং কৃষি মাণ্ডির দায়িত্বপ্রাপ্ত অফিসার এবং শাসক দলের নেতাদের বাধ্য করাটা বড় বিষয় নয়। সারা ভারত কৃষক সভার দাবি প্রকৃত চাষীদের চিহ্নিত করে ধান ক্রয় করতে হবে এবং ধান বিক্রয় করার পাশাপাশি কার্ড তৈরি করে দিতে হবে, দালাল চক্র বন্ধ করতে হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর