আসন্ন টি-২০ বিশ্বকাপে নতুন নিয়ম, ব্যবহার করা হবে ডিআরএস

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images (15)

এনবিটিভি ডেস্ক: এবার টি-২০ বিশ্বকাপে দেখা যাবে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস, জানিয়ে দিল ক্রিকেটের উচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। আসন্ন টি-২০ বিশ্বকাপেই প্রথমবার থাকবে ডিআরএস।

এবারের বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। করোনা মহামারির জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীও ওমানে। ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানের ম্যাচ দিয়ে শুরু হবে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব। ২৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু মূল পর্ব।

 

আইসিসি-র তরফে জানানো হয়েছে, এ বারের টি২০ বিশ্বকাপে প্রতি ইনিংসে দু’টি করে ডিআরএস নিতে পারবে দলগুলি। বৃষ্টির জন্য ম্যাচ সংক্ষিপ্ত করে ডাকওয়ার্থ লুইস নিয়ম ব্যবহার করতে হলে অন্তত পাঁচ ওভার খেলা হতেই হবে। সেমিফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে ১০ ওভার খেলা হলে তবেই এই নিয়ম ব্যবহার করা যাবে।

২০১৬ সালে শেষবার টি-২০ বিশ্বকাপ আয়োজন হয়েছিল। ভারতে অনুষ্ঠেয় সেই বিশ্বকাপে ছিলনা ডিআরএস। তবে প্রথমবার ২০১৮ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপে ব্যবহার করা হয়েছিল এই নিয়ম। পুরুষ টি-২০ বিশ্বকাপে এই প্রথম ডিআরএস ব্যবহার করা হবে। ফলে আম্পায়রের ভুল সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুবর্ণ সুযোগ পাবে ক্রিকেটাররা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর