“নন্দীগ্রাম”এখন “মমতাময়ী নগর”,খুশি এলাকাবাশি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

mamta moyi nagar

এনবিটিভি ডেস্কঃ পুজোর আগেই আলোয় ঝলমলে হয়ে উঠল গোটা নন্দীগ্রামের প্রতান্ত  গ্রাম গুলোতে । দীর্ঘ কুড়ি বছর পরে গ্রামে এল বিদ্যুত্‍। তাও মুখ্যমন্ত্রীর উদ্যোগে। আর তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাসিন্দারা গ্রামের নাম বদল করে রাখলেন ‘মমতাময়ী নগর’।

 

নন্দীগ্রামের  জমি আন্দোলনে দীর্ঘ ৩৪ বছরের বামফ্রন্ট শাশন অবসান ঘটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃতে । ২০১১ সালে রাজ্যতে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস । ২০২১ সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় বিধান সভা নির্বাচনে প্রার্থী হন। যদিও সেখানে সফল হতে পারেননি । তার পরেও মুখ্যমন্ত্রীর অবদান ভুলতে পারবেনা বলে জানায় এলাকার সাধারণ মানুষ ।

 

আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের সান্তালপুরের নন্দীগ্রামে বিদ্যুত্‍ এল পুজোর আগেই।সঙ্গে নতুন নামও পেল সেই গ্রাম। বর্তমান সরকারের আমলেই গ্রামে সার্বিক বিদ্যুতায়নের কাজ হল। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই গ্রামের নাম রাখলেন গ্রামবাসীরা। শনিবার দুপুর দেড়টা নাগাদ তৃণমূল নেতারা নতুন এই নামের উদ্বোধন করেন। টাঙানো হয়েছে একটি সাইনবোর্ডও। পাশাপাশি চালু করা হয় বিদ্যুত্‍ পরিষেবাও।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর