নিউজ ডেস্ক : মাধ্যমিক পরীক্ষা ২০২১ বাতিল করেছে রাজ্য সরকার। বেশ কয়েকবার সিদ্ধান্ত বদলের পর করোনা পরিস্থিতিকে বিবেচনা করে মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। বাতিলের সময় এই বছরের মাধ্যমিক ছাত্রছাত্রীদের মূল্যায়নের পদ্ধতি পরে জানানো হবে বলে জানানো হয়। আজ জানানো হল সেই মূল্যায়ন পদ্ধতি। হিসেবটা খুব সহজ। আপনি মাধ্যমিক পরীক্ষার্থী হলে বা কোনো পরীক্ষার্থীর অভিভাবক হলে নিজেই বাড়িতে বসে তৈরি করে নিতে পারবেন রেজাল্ট।
মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়নের জন্য নির্ভর করা হচ্ছে তাদের নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে ওঠার সময় বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত মার্কস এবং দশম শ্রেণীতে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এর সময় প্রাপ্ত মার্কসের ওপর। মূল্যায়ন পদ্ধতি ঠিক কেমন দেখে নেওয়া যাক।
নবম থেকে দশম শ্রেণীতে ওঠার সময় বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত মোট মার্কসের ৫০ শতাংশ এবং এই বছর অর্থাৎ দশম শ্রেণীতে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এ প্রাপ্ত মোট মার্কসের ৫০ শতাংশ যোগ যোগ করলেই মিলবে পরীক্ষার্থীর মোট মার্কস।