আসানসোল শিল্পাঞ্চলে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210930_182240

উজ্জ্বল দাস, আসানসোল: নিম্নচাপের জেরে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত আসানসোল শিল্পাঞ্চল। বুধবারের টানা বর্ষণে বিপর্যস্ত মানুষ। বৃহস্পতিবার আসানসোলের রেল পার এবং রেল পার হওয়ার পথে রেল টানেল ও ঘাঘর বুড়ি মাতা মন্দির জলের তলার পাশাপাশি ২নম্বর জাতীয় সড়ক জল জমে যাওয়ার ফলে যানবাহন চলাচল ব্যাহত হয়। আসানসোলের পাশাপাশি বার্নপুর শাস্ত্রী নগর,শান্তি নগর ও ইসমাইল,স্বশান কালি মন্দির,কালি পাহাড়ি অঞ্চলের বেশ কিছু জায়গা জলের তলায়। এক ব্যাক্তি জানান, ৪০ বছর আগে এই ধরনের বৃষ্টি হয়েছিল। সেই সমেয়ে এইভাবেই সব জায়গা জলে ডুবে গিয়েছিল।

ঘাঘর বুড়ি মন্দিরের এক দোকানদার জানান, টানা বর্ষণে দোকান ডুবে গিয়েছে,তাদের অনুরোধ, যত সম্ভব জল নামিয়ে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। পাশাপাশি এক পড়ুয়া জলের এই দৃশ্য দেখার জন্যে পৌঁছায় ঘাঘর বুড়ি মন্দির সংলগ্ন এর আগেও এর থেকে বেশি হয়েছিল। তার তুলনায় এবার একটু হলেও কম।আগে পুরোই ডুবে গিয়েছিল এই মন্দির।

পাশাপাশি ঘাঘর বুড়ি মন্দির সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়ক জল জমার ফলে ভারী যানবাহন আটকে পড়েছে।অন্যদিকে, আসানসোলের রেল পারেও রেল টানেলে জল জমার ফলে ছোট গাড়ি পারাপার করতে গিয়ে ব্যাহত হয়। তবে এককথায় বলা যায় টানা বর্ষণের কারণে জনজীবন ব্যাহত আসানসোল শিল্পাঞ্চল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর