মুসলমানদের এবং ভারতীয়দের DNA এক হতে পারে না, ভাগবতের মন্তব্যের তীব্র বিরোধিতা সাধ্বী প্রাচীর;RSS বলছে, সাধ্বী আর স্বয়ংসেবক নন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210712_175541

নিউজ ডেস্ক : কিছুদিন আগে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুসলিম ভোট পাওয়ার লক্ষ্যে একটু সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী শোনা যায় আরএসএস প্রধান মোহন ভাগওয়াতের গলায়। কিন্তু এবার তার এই মন্তব্যের বিরোধিরা করলেন সাধ্বী প্রাচী। এই মুসলিম বিদ্বেষী নেত্রীর দাবি গোমাংস ভক্ষণে বদলে যায় ডিএনএ। আরএসএস প্রধান মোহন ভাগবতের এক মন্তব্যের প্রতিক্রিয়া দেন সাধ্বী। তাঁর প্রেক্ষিতেই সাধ্বী প্রাচীর দাবি, সব ভারতীয়র ডিএনএ একই। কেবল যাঁরা গোমাংস ভক্ষণ করেন, তাঁদের ডিএনএ আলাদা। মোহন ভাগবতের বক্তব্যের বিরোধিতা করলে আরএসএসের এক শীর্ষ নেতার দাবি, যাঁরা বিরোধিতা করছেন, তাঁরা কেউ স্বয়ংসেবক নন। তার মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন নেট নাগরিকরা ও।

 

গত ৪ জুলাই উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, ‘সব ভারতীয়র ডিএনএ-ই এক। তাঁর ধর্ম যাই হোক না কেন।’ তিনি গো রক্ষ্কদের বিরুদ্ধে ও তোপ দেগে বলেন, যারা গরুর রক্ষা করার অজুহাতে মুসলিমদের হত্যা করে তারা হিন্দু নন। তিনি আরো বলেন, যারা ভারতের মাটিতে মুসলিমদের বসবাসের বিরোধিতা করেন তারা হিন্দু হতে পারেন না।

 

 

শনিবার রাজস্থানের দৌসায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে আরএসএস প্রধানের বক্তব্যের বিরোধিতা করে সাধ্বী জানান, বাকি ভারতীয়দের সঙ্গে গোমাংস ভক্ষণকারীদের ডিএনএ এক হতে পারে না। পাশাপাশি লাভ জিহাদ প্রসঙ্গে সাধ্বীর বক্তব্য, ‘লাভ জিহাদের মাধ্যমে মেয়েদের ধর্মান্তরিত করার প্রক্রিয়া থামাতেই হবে সরকারকে।’ দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে সাধ্বীর দাবি, সংসদে জনসংখ্যা নিয়ন্ত্রক আইন এনে তার আওতায় দুইয়ের বেশি সন্তানের অভিভাবকদের সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হোক।’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর