বিয়ে করার কি প্রয়োজন বুঝি না, পার্টনারশিপ করলেই তো হয়,বিতর্কিত মন্তব্য মালালার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

malala-teen-vogue-82

নিউজ ডেস্ক : পাকিস্তান তথা সমগ্র বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার প্রাপক মালালা ইউসুফজাই প্রায়শই আধুনিক শিক্ষা এবং নারীদের ক্ষমতায়নের কথা বলেন আন্তর্জাতিক অঙ্গনে। কিন্তু এবার তাকে বিবাহ নামক বৈশ্বিকভাবে স্বীকৃত সামাজিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে গিয়ে বিকৃত পশ্চিমা সভ্যতার ধারণা উপস্থাপন করতে দেখা গেল। তিনি বলেন, বিবাহ করার প্রয়োজনীয়তা আমি বুঝি না। যদি কাউকে জীবনে পাওয়াই উদ্দেশ্য হয় তাহলে পার্টনারশিপ করলেই তো হয়।

 

ব্রিটেনের ভগ (Vogue) ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বুঝি না কেন বিয়ে করা প্রয়োজন। যদি জীবনে কাউকে পাওয়াই উদ্দেশ্য হয় তাহলে বিবাহ পত্রে স্বাক্ষর করতে হবে কেন? পারস্পরিক বোঝাপড়া বা পার্টনারশিপ হতে পারে না কেন? তিনি আরো বলেন, ” আমার বন্ধুরা সবাই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, কিন্তু আমি নিশ্চিত না আমি কি করবো।”

 

তিনি নিজের পিতামাতার কথা বলতে গিয়ে বলেন, আমার পিতামাতার বিবাহ একটি অ্যারেঞ্জড লাভ ম্যারেজ। কিন্তু আমি ঠিক এটা করার প্রয়োজনীয়তা বুঝি না। তার এহেন সব মন্তব্য সামনে আসার পর থেকে ইন্টারনেট জগতে আক্রমনের কেন্দ্র আছেন ২৩ বছর বয়সী এই মহিলা। পাকিস্তানে তার পরিবারকে বিষয়টিতে তাদের অবস্থান সুস্পষ্ট করতে বলা হয়েছে। তার বাবা বলেন, তার মেয়ের কথা প্রেক্ষাপট বিহীন ভাবে নেওয়া হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর