সেখ সাদ্দাম, মালদাঃ একদিকে করোনা মহামারী, অন্যদিকে লকডাউন। এই কারণে মালদার আম রপ্তানি হচ্ছে না পার্শ্ববর্তী রাজ্যগুলিতে, যেখান থেকে নানান দেশে পাড়ি দিত মালদার বিখ্যাত আম। বিদেশে রপ্তানি হওয়ায় পাওয়া যেত ভালো দামও। কিন্তু এবার আম রপ্তানি করার সুযোগ না থাকায় গাছের আম গাছেই থেকে যাচ্ছে। পচে নষ্ট হয়ে যাচ্ছে। যারা এই মহামারির মধ্যে আম গাছ থেকে পাড়ার দুঃসাহস দেখাচ্ছেন তারা পারছেন না বিক্রি করতে। ফলে মালদার আমচাষীরা দুশ্চিন্তায় কাটাচ্ছেন। আমচাষীরা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন।
Popular Categories