কৃষকদের ডাকা ভারত বনধে মালদা জেলায় কংগ্রেসের মহামিছিল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201208-WA0013

কৃষিবিলের বিরোধিতায় এবং তা প্রত্যাহারের দাবিতে কৃষকদের ডাকা সারা ভারত বনধে আজ মালদায় কংগ্রেসের মহামিছিল বের কর হয় যার নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধূরী। কৃষি বিল প্রত্যাহারের দাবি তোলেন তিনি এবং মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে স্বৈরাচারী শাসন চালানোর অভিযোগ করেন কংগ্রেসের সাংসদ। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নীতির ও তীব্র বিরোধিতা করেন অধীর রঞ্জন চৌধুরী। মালদা থেকে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কে মুছে দিতে আগামী বিধানসভা নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সত্য চৌধুরী ইন্দোর স্টেডিয়াম থেকে এই মিছিলের সূচনা করেন মালদা জেলা কংগ্রেসের সভাপতি আবু হাসেম খান চৌধুরী। এই সভায় উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মাইনুল হক সহ মালদা জেলার বিধায়ক এবং ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট ও অঞ্চল কংগ্রেসের প্রেসিডেন্ট সহ সর্বস্তরের কংগ্রেস কর্মী বৃন্দ। মিছিলে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।প্ল্যাকার্ড হাতে নিয়ে গোটা শহর পরিক্রমা করেন কংগ্রেসের নেতা কর্মী বৃন্দ। অধীর চৌধুরী বলেন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে দ্বিচারিতা শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছেন তাতে রাজ্যের মানুষ বিক্ষুব্ধ।তিনি আরো বলেন, করোনার সময় পরিযায়ী শ্রমিক দের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছেন তা আমরা কোনদিন ভুলবো না। প্রধানমন্ত্রী মোদির কৃষকদের প্রতি ব্যাবহার এবং করোনা মোকাবিলায় ব্যর্থতার বিষয়ে তিনি প্রশ্ন তোলেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর