এপ্রিলে মাসেই কাজ হারিয়েছেন ৭৩ লক্ষের বেশি ভারতীয়! করোনা আবহে প্রশ্নের মুখে জীবিকা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Indian-migrant-workers-are-a-deprived-lot

করোনার সেকেন্ড ওয়েভের প্রভাবে কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী গত এপ্রিল মাসেই কাজ হারিয়েছেন প্রায় ৭৩ লক্ষের বেশী ভারতীয়।

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি-র রিপোর্ট অনুযায়ী মার্চের তুলনায় অনেকটাই কমেছে দেশে মোট বেতনভুক কর্মচারীর সংখ্যা। জানুয়ারি মাস থেকে পর পর ক্রমেই নিম্নমুখী এই গ্রাফ। উল্টোদিকে ক্রমেই উর্ধ্বমুখী হয়েছে করোনা।

কেন এই দুরাবস্থা? বিশেষজ্ঞদের মতে, মাঝে করোনা একটু স্তিমিত হয়েছিল। ফের নতুন করে শুরু হচ্ছিল বিভিন্ন নির্মাণকাজ, শিল্প, ব্যবসা। কিন্তু করোনার সেকেন্ড ওয়েভের প্রভাবে ফের সেগুলি স্থগিত। ফলে, বেড়েছে ছাঁটাই। লকডাউনের কারণে কাজ ছেড়ে বাড়িও ফিরতে হয়েছে অনেককে।

এর পাশাপাশি করোনা পরিস্থিতিতে চাকরি খুইয়েও আশাহত হয়ে অনেকে নতুন চাকরি খুঁজছেন না। বাড়ছে তাঁদের সংখ্যা। এমনটাই বলছেন দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপক অরূপ মিত্র। মূলত বিভিন্ন স্থানে আংশিক লকডাউন, কার্ফুর প্রভাবে কার্যত বন্ধ কাজের বাজার। ফলে, নতুন কাজের সম্ভাবনাও বর্তমানে ক্ষীণ।

মার্চে এমপ্লয়মেন্টের ছিল ৩৭.৫৬% । এপ্রিলে সেটি গিয়ে দাঁড়িয়েছে ৩৬.৭৯%-এ। গত ৪ মাসে এটিই সর্বনিম্ন। ২০২১-য়ে এটিই সর্বনিম্ন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর