মুর্শিদাবাদ পর্যটনের প্রাণকেন্দ্র মতিঝিলকে তুলে দেওয়া হল রাজ্য ট্যুরিজমের হাতে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20211124_135533

জৈদুল সেখ, বহরমপুরঃ মুর্শিদাবাদ পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ মতিঝিল। করোনাকালে পর্যটকের সেরকম দেখা মেলেনি সেখানে। করোনার ধাক্কা কাটিয়ে নতুন করে যখন সব পর্যটন কেন্দ্র খুলে যাচ্ছে, তখন নয়া সিদ্ধান্ত নিল মতিঝিল পার্ক কর্তৃপক্ষ। পর্যটন কেন্দ্রগুলিকে আরও উন্নতমানের করার জন্য মুর্শিদাবাদের প্রকৃতি তীর্থ মতিঝিল পার্ককে তুলে দেওয়া হল রাজ্য ট্যুরিজমের হাতে। এর ফলে আরও আকর্ষণীয় হয়ে উঠবে ওই পার্ক। ভিড় বাড়বে পর্যটকেরও।এমনই মনে করছেন কর্তৃপক্ষ ।

বুধবার বহরমপুর সার্কিট হাউসে ট্যুরিজম সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, পর্যটনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ খুব গুরুত্বপূর্ণ একটি জেলা। এই জেলার পর্যটন কেন্দ্র গুলিকে একত্রিত করতে সার্কিট ট্যুরিজম তৈরি করা হবে।

এদিন ট্যুরিজম সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, মুর্শিদাবাদ জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী সহ অন্যান্য আধিকারিকগন এদিন জেলার বিভিন্ন ট্যুরিজম কেন্দ্রগুলি ঘুরে দেখবেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর