হাদিপুর সিনিয়র মাদ্রাসায় নয়া সুপারিনটেনডেন্ট মুফতি রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার হাদিপুর সিনিয়র মাদ্রাসায় সুপারিনটেনডেন্ট পদে যোগ দিলেন ওই মাদ্রাসারই শিক্ষক মুফতি রুহুল আমিন। তাই সর্বস্তরের মানুষ ও ছাত্র ছাত্রীদের মাঝে খুশির হাওয়া বইছে। সবাই আশা করছেন মাদ্রাসা তার পুরাতন ঐতিহ্য ফিরে পাবে, আগের মতই এই মাদ্রাসা থেকে ছাত্র ছাত্রীরা মাদ্রাসার নাম উজ্জ্বল করবে।

উল্লেখ্য যে, মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে অত্যান্ত দক্ষতার সঙ্গে প্যানেলে দ্বিতীয় স্থান লাভ করেও তার প্যানেল বাতিলের দাবীসহ দফায় দফায় নানা চক্রান্তের শিকার হন। যদিও সব আশায় জল ঢেলে কমিশন সঠিক তদন্ত করে তাকে পুনরায় সুপারিশপত্র দেন। অদম্য জেদ আর সততায় তিনি জয়লাভ করে মঙ্গলবার মাদ্রাসায় সুপারপদে যোগদান করেন।

উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসায় সুপারিনটেনডেন্ট না থাকায় মাদ্রাসার গুনগত শিক্ষার মানোন্নয়ন হয়নি বললেই চলে, তবে এবার আশায় বুক বাঁধছে গ্রামবাসীবৃন্দ।

এদিন যোগদান পর্বে উপস্থিত ছিলেন বোলদেপোতা সিনিয়র মাদ্রাসার সুপার শিক্ষক নুরুল আমীন, আব্দুল হাকিম সাহেব, সাইফুদ্দিন সাহেব, জনাব আব্দুল লতিফ সাহেব সহ বিশিষ্ট জনেরা।

Latest articles

Related articles