কৃষকদের জিও’র পণ্য বয়কট এর পর সেরা ১০ ধনী দের তালিকা থেকে ছিটকে গেলেন মুকেশ আম্বানি

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

79955980

নিউজ ডেস্ক : আর বিশ্বের সেরা ১০ ধনী দের মধ্যে রইলেন না ভারতের ধনপতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার মুকেশ আম্বানি।গতকাল প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স ২০২০ অনুসারে মুকেশ আম্বানি এখন ১১ তম স্থানে পৌঁছে গেছেন। এর আগে এ বছরের গোড়ার দিকে একই ইনডেক্সে মুকেশ আম্বানি বিশ্বের চতুর্থ সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। তখন তার মোট সম্পত্তির পরিমাণ ছিল ৬.৬২ লক্ষ কোটি টাকা। কিন্তু বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৫.৬৩ লক্ষ কোটি টাকা।

তালিকায় সবার ওপরে রয়েছেন অ্যামাজনের মালিক জেফ বেজোস। মুকেশ আম্বানির এই পতনের কারণ হিসেবে তার শেয়ারের মূল্যের হ্রাস বলে মনে করা হচ্ছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দামের পতন হয়েছে প্রায় ১৬ শতাংশ। সাম্প্রতিক সময়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফিউচার গ্রুপ এর সম্পত্তি ক্রয় করেছে বিপুল অর্থ বিনিয়োগ করে সেজন্যই মুকেশ আম্বানির সম্পত্তিতে এই বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। আবার নভেম্বর থেকে কৃষক সম্প্রদায়ের মানুষের ডাকে সারা ভারত জুড়ে বহু মানুষ জিওর পণ্য বয়কট শুরু করেছেন। খুব বৃহৎ এবং উল্লেখযোগ্য প্রভাব না পড়লেও এটিও একটি কারণ মুকেশ আম্বানির সম্পত্তির কমে যাওয়ার পেছনে বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলগুলি বহুদিন ধরে অভিযোগ করে আসছে মোদি সরকার আম্বানি এবং আদালতের মতো কর্পোরেট জগতের কোম্পানিগুলির লাভ এর জন্য সর্বত প্রয়াস করে আসছে এবং কৃষি বিল সেই উদ্দেশ্যেই প্রণয়ন এবং পাশ করা হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর