কিশোরের মৃত্যুতে চিকিত্‍সার গাফলতির অভিযোগ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

n3009005741d1070eadca7505f9b0e466b1a0b89486c15bc02da92b750a8862c8ce94a177e

বহরমপুর: ঈদ উপলক্ষে লালবাগে ঘুরতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যুতে চিকিত্‍সার গাফলতির অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিকেল কলেজের কর্মরত চিকিত্‍সকদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের নবগ্রাম থানার ইটাসরান গ্রামের বাসিন্দা ওই দুই কিশোর। বৃহস্পতিবার সকালে দুই কিশোর চলমান গাড়ি করে লালবাগে ঘুরতে যাওয়ার সময় হঠাত্‍ই গারি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনার জেরে দুই কিশোর গুরুতর আহত হয়। স্থানীয়দের তত্‍পরতায় দুই কিশোরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অভিযোগ চিকিত্‍সার গাফলতিতে মিনারুল সেখ নামে এক কিশোরের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই আহতদের কোনো রকম চিকিত্‍সা না করে ফেলে রাখা হয় বলে অভিযোগ করেন মৃতের বাবা সমিরুদ্দিন সেখ।

অপরদিকে গুরুতর আহত এক কিশোর হাসপাতালে চিকিত্‍সাধীন। আশঙ্খাজন অবস্থা থাকলেও তাকেও ঠিক মতো চিকিত্‍সা পরিষেবা না দেওয়ার অভিযোগ উঠে হাসপাতালের চিকিত্‍সকদের বিরুদ্ধে। এদিন ঘটনায় ব্যাপক চ্যাঞ্চল্য ছড়ায় হাসাপাতাল চত্বরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ গিয়ে পরিস্ততি নিয়ন্ত্রনে আনে। ঘটনার জেরে কর্মরত চিকিত্‍সক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করে মৃতের পরিবারের লোকজন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর