হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপে কেরালার মুসলিম বেকারি ‘হালাল’ লেখা সাইনবোর্ড সরাতে বাধ্য হল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210102_084437

সাইফুল্লা লস্কর : হিন্দুত্ববাদীদের কালোছায়া এবার দেখা গেল দক্ষিণের সমৃদ্ধতম রাজ্য কেরালায়। সেখানেও তারা গোবলয়ের মত হুমকি দিয়ে এক মুসলিম বেকারি থেকে ‘হালাল’ লেখা সাইনবোর্ড সরিয়ে দিল। ঘটনার কেরালার এরনাকুলাম জেলার পারাক্কাদাভু অঞ্চলের। সেখানকার ‘মুডী’ নামক এক মুসলিম বেকারিতে হালাল খাদ্য পাওয়া যায় বলে সাইনবোর্ড লাগানো ছিল। কিন্তু গত ২৮ শে ডিসেম্বর হিন্দু ঐক্য বেদি নামক একটি সংস্থা তাদেরকে নোটিশ পাঠায় ওই হালাল লিখিত সাইনবোর্ড নামিয়ে দেয়ার জন্য।

সংসারের প্রেসিডেন্ট অরুণ অরবিন্দ বলেন, এখানে যারা হালাল খাদ্য চান তারা এসে চাইবেন, এমন লেখার দরকার নেই। এটি আসলে সামাজিক বৈষম্য এবং অস্পৃশ্যতা কে উৎসাহ দেওয়া। ওই হিন্দুত্ববাদী সংস্থাটির তরফ থেকে বেকারির মালিককে সাত দিন সময় দেয়া হয় ওই সাইনবোর্ড সরানোর জন্য অন্যথায় তারা বেকারের সামনে অবস্থান-বিক্ষোভ এবং বেকারি বয়কটের ঘোষণা করবেন বলে হুমকি দেন।
বেকারির মালিক ওই সাইনবোর্ড নোটিশ পাল্যার পর তৎক্ষণাৎ সরিয়ে নেন।

কেরালার পারাক্কাদাভু ব্লকের নতুন ব্লক পঞ্চায়েত সভাপতি এলডিএফ টি ভি প্রথিশ জানিয়েছেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই। সাইনবোর্ড সারানোর এমন দাবি ও গ্রহণযোগ্য। বিষয়টি আমরা খতিয়ে দেখব।

 

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর