করোনার নয়া স্ট্রেন এখন ছড়িয়ে পড়েছে ভারতেও, বাড়ছে আতঙ্ক

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

fuje0e1c_coronavirus-generic-reuters-650_625x300_21_April_20

করোনার এই নয়া প্রজাতি লন্ডন থেকে ভারতে আমদানি করেছে এক আমলা পুত্র । যা নিয়ে তোলপাড় চলছে গোটা ভারতে। লন্ডন থেকে সরাসরি ফ্লাইট পরিষেবার মাধ্যমে কলকাতায় ফিরে আসে ওই যুবক টি। মূলত, এই তরুণের শরীরে পাওয়া গেছে করোনার নয়া স্ট্রেন। এই আমলা পুত্রের মাও এক রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্ত্রী ।

ইংল্যান্ডে ছড়িয়ে পড়া করোনার এই নয়া স্ট্রেনের সন্ধান ভারতে এটাই সর্বপ্রথম, বলে জানান স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। ভারতের বেশকিছু শহরেও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে করোনার এই নয়া প্রজাতি। যদিও এটা নিয়ে বিশেষ আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসা দপ্তরের একাংশ। তবে, করোনার এই নয়া স্ট্রেনের দ্রুত সংক্রমিত হওয়ার প্রবণতাই ভাবিয়ে তুলছে চিকিৎসকদের।

করোনার সূচনা বিলেত ফেরত এই তরুণ গা ঢাকা দিয়েছিল। কিন্তু, কলকাতাতে ফেরা মাত্রই তার লালা রস পরীক্ষা করা হয়। এবং, তাতেই ধরা পড়ে করোনার এই নয়া স্ট্রেন। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ২০ তারিখ থেকেই যুবকটি আইসোলেশনে আছে। তার সাথে একইসঙ্গে বিলেত থেকে ফিরে আসা ৬ জনের দেহে কোন সংক্রমণ চোখে পড়েনি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর