এনবিটিভি ডেস্ক: NSUI-এর সর্বভারতীয় সভাপতি শ্রী নীরজ কুন্দন জী’র নির্দেশে কেন্দ্র সরকারের JEE পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, NEET পরীক্ষায় কারচুপি এবং SSC-CGL,CA -সহ বাকি পরীক্ষাগুলিতে যে কেলেঙ্কারি হচ্ছে তার প্রতিবাদে সোমবার রাজভবনের সামনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এবং সুপ্রিমকোর্ট-এর বর্তমান বিচারককে দিয়ে তার নিরপেক্ষ তদন্তের দাবীতে আন্দোলনরত ছাত্র পরিষদের কর্মীদের পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। পুলিশ তাদের গ্রেপ্তার করে লালবাজার নিয়ে আসে।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষা কেলেঙ্কারির প্রতিবাদে রাজভবনের সামনে কুশপুতুল দাহ করা হল NSUI- এর তরফে
Popular Categories