দেড়শোরও বেশি দেশে নিষিদ্ধ হতে পারে পাক বিমান,পাইলটদের যোগ্যতা না থাকতেই এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বিমান সংস্থার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201111-WA0008

এনবিটিভি: পাইলটদের প্রশিক্ষণ আন্তর্জাতিক মানের নয়.তা সত্ত্বেও যাত্রী বোঝাই বিমান উড়িয়ে চলেছেন পাকিস্তানের পাইলটরা. তাই এদেশের পাইলটদের নিষিদ্ধ করতে পারে বিশ্বের 181টি দেশ।

সূত্রের খবর, পাকিস্তানের পাইলটদের প্রশিক্ষনের মান নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে আন্তর্জাতিক অসামরিক বিমান সংস্থার কাছে. আন্তর্জাতিক উড়ানের যে নির্দিষ্ট মানদন্ড রয়েছে, সেদিকেই নজর রাখে রাষ্ট্রসংঘ অনুমোদিত এই সংস্থা। পাকিস্তান এয়ারলাইনসের আন্তর্জাতিক মান নিয়ে এই সংস্থার অসন্তোষ রয়েছে। বিষয়টি পাক বিমান সংস্থাকে একাধিকবার জানানো হয়েছে. তারপরেও পাইলটদের মান-উন্নয়নে কোনও ব্যবস্থাই নেয়নি সে দেশের সরকার। স্বাভাবিকভাবেই বাড়েনি পরিষেবার মানও. যার জেরে নেমে আসতে পারে নিষেধাজ্ঞার খাঁড়া। পৃথিবীর 181টি দেশে নিষিদ্ধ হতে পারেন পাক পাইলটরা.
এখন দেখার, এর পরেও সতর্ক হয় কিনা পাক বিমান সংস্থা.

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর