Monday, April 21, 2025
35 C
Kolkata

রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার ১২ জন

জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ রাজ্যস্তরে কিক বক্সিং প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ১২ জন অংশগ্রহণ করতে চলেছে। প্রসঙ্গত, চলতি মাসের আগামী ১৩ ও ১৪ তারিখে উত্তরবঙ্গের শিলিগুড়ির উডরেজ ইন্টারন্যাশনাল স্কুলে এই রাজ্য স্তরের দু’দিনব্যাপী কিকবক্সিং প্রতিযোগিতা হতে চলেছে। পাশাপাশি জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত মোট ১২ জন কিকবক্সিং এর প্রতিযোগী ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। যাদের মধ্যে বিভিন্ন বয়সের বিভিন্ন ওজনের অনুপাতে এই কিকবক্সিং প্রতিযোগিতা হতে চলেছে। জানা গেছে, মোট ওই 12 জন প্রতিযোগীর নাম যথাক্রমে জয় কাটোয়া, হিমেশ রায়, আকাশ সরকার, নিতাই সরেন, দেবস্মিতা পাল, জুই বালা রায়, সেন সরকার, দেব দাস, কনক রায়, শুভঙ্কর রায়, কেয়া রাজবংশী, সায়ক ব্যানার্জি, যাদের মধ্যে অনেকেই নাবালক-নাবালিকা এবং প্রাপ্তবয়স্ক রয়েছে। এরা প্রত্যেকেই গঙ্গারামপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। যাদের প্রশিক্ষণ দিয়ে এই রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতার জন্য তৈরি করেছে  প্রশিক্ষক নানক রায়। তিনি জানান, “আগামী ১৩ ও ১৪ তারিখে শিলিগুড়িতে কিকবক্সিং প্রতিযোগিতা হতে চলেছে। উক্ত ওই ১২ জন কিকবক্সিং প্রতিযোগী যারা পশ্চিমবঙ্গ রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে। সারা রাজ্য জুড়ে প্রায় ৪০০ জন প্রতিযোগী সেখানে উপস্থিত থাকবে। তাদের মাঝে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এই ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে যা সত্যিই গর্বের বিষয়। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থেকে এই ১২ জন এই কিকবক্সিং প্রতিযোগীর সফলতা দক্ষিণ দিনাজপুর জেলার স্বর্ণ মুকুট এক নতুন পালক সংযোজন হবে তা বলাই বাহুল্য। পাশাপাশি জেলা স্তর থেকে নানান বয়সের ও ওজনের অনুপাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ১২ জন প্রতিযোগীর সফলতা জেলার শীর্ষে নিয়ে যাবে বলে মনে করি। আগামী দিনেও এরকম আরো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব। এখন শুধু একটাই লক্ষ্য শিলিগুড়িতে পৌঁছে গিয়ে দু’দিনব্যাপী রাজ্য স্তরের কিকবক্সিং প্রতিযোগিতায় আমরা জিতে আসার প্রয়াসে রয়েছি।” মূলত, দক্ষিণ দিনাজপুর কিকবক্সিং অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি প্রশিক্ষক নানক রায় যিনি নিজেই একজন “মার্শাল আর্ট ট্রেইনার” তিনি নিজেই ক্যারাটে ও কিকবক্সিং এ পারদর্শী। ছোটবেলা থেকেই মার্শাল আড়তের প্রতি আগ্রহ তাকে একজন ভালো প্রশিক্ষক হিসেবে তৈরি করেছে।প্রশিক্ষক নানক রায়ের  বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত নয়াবাজার এলাকায়। প্রশিক্ষক নানক রায়ের হাত দরে এই ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে চলেছে কিকবক্সিং প্রতিযোগিতায় শিলিগুড়িতে। তবে এখন এটাই দেখার বাকি তাদের এই পরিশ্রমের ফল কতটা সফলতা এনে দেয়।

Hot this week

জয় শ্রী রাম স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরকে ভাঙ্গা কাঁচের বোতল দিয়ে বেধড়ক মার

উত্তরপ্রদেশের কানপুর গ্রামীণ এলাকার মহারাজপুর থানার অধীন সরসৌল অঞ্চলে...

চিনের সঙ্গে রেকর্ড বাণিজ্য ঘাটতি—ভারতীয় বাজারে বিপদ আমদানি বৃদ্ধির ঢেউ!

চিনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি দিন দিন বেড়েই চলেছে।...

মুর্শিদাবাদে হিংসার আগুনে জনরোষ: “লক্ষ্মীর ভাণ্ডার নয়, চাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ”” জানালেন স্থানীয় মহিলারা

মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। আজ ধুলিয়ান, বেতবোনা...

Topics

জয় শ্রী রাম স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরকে ভাঙ্গা কাঁচের বোতল দিয়ে বেধড়ক মার

উত্তরপ্রদেশের কানপুর গ্রামীণ এলাকার মহারাজপুর থানার অধীন সরসৌল অঞ্চলে...

ভূমিকম্পে কাঁপল উত্তর-পূর্ব, আতঙ্কে দিন শুরু নাগরিকদের

পৃথিবীর ভূত্বকের পরিবর্তনশীল প্রকৃতি কখন যে কোন অঞ্চলে প্রাকৃতিক...

আদালতের নির্দেশে ভাঙল নির্মাণ, অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার

নির্মাণ সংক্রান্ত নিয়মভঙ্গের অভিযোগে মধ্যমগ্রামে এক ব্যক্তির বাড়ি ভাঙল...

Related Articles

Popular Categories