বড়দিনের সকালে পানাগড় বাজারে হাজির সান্তা বেশি সঞ্জয়

এনবিটিভি, পশ্চিম বর্ধমান : শনিবার পানাগড় বাজারে সান্তাক্লোজ সেজে রাস্তায় হাজির এক ব্যাবসায়ী, উদেশ্য একটাই কচি কাচাদের আনন্দ দেওয়া, শুধু কচি কাচা কেন, পুলিশ কর্মীদেরও কাছে পৌঁছলেন সঞ্জয় ব্যানার্জি নামের পানাগড় বাজারের এই ব্যাবসায়ী। পানাগড় বাজার থেকে শুরু করে কাঁকসার অফিসপাড়া সহ এলাকার বিভিন্ন প্রান্তে হাতে অনেক চকলেট আর কেক নিয়ে শিশুদের কাছে হাজির পানাগড় বাজারের ব্যাবসায়ী সঞ্জয় ব্যানার্জী। পুলিশ কর্মীদের হাতেও তুলে দিলেন কেক আর চকলেট।

শনিবার বড়দিনের সকালে সান্তাবেশী সঞ্জয় আংকেলের দেওয়া এই উপহার যেন আনন্দের এক বার্তা বয়ে এনেছিল শিশুদের কাছে। সঞ্জয় ব্যানার্জি বলেন এলাকায় অনেক ছোট ছোট শিশু রয়েছে যারা আজকের দিনে তেমন কোথাও বেড়াতে যেতে পারে না। সেই সমস্ত শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন আজকের দিনে সকলেই যাতে আনন্দ এবং সুখে শান্তিতে থাকে ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করেছেন তিনি।

Latest articles

Related articles