ভয়াবহ ভূমিকম্পের জেরে ‘সুনামি’ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

tusnami_505_100221115634

পূর্বেই সর্তকতা জারি করা হয়েছিল ভূমিকম্পসহ সুনামির। বেশ জোরে কম্পনের সম্ভাবনা টাই বেশি ছিল। যার জেরে কাঁপছিল প্রশান্ত মহাসাগরীয় এলাকার দীপগুলি। হলও তেমন! বৃহস্পতিবার ভয়াবহ ভূমিকম্পের জেরে সৃষ্টি হল বৃহত্তর এক সুনামির। রিখটার স্কেলে দেখা গেল ভূমিকম্পের তীব্রতা ৭.৭।

সমুদ্রের আশপাশের এলাকা গুলি থেকে জানা গিয়েছে সুনামি মোটামুটি তীব্র ভাবে হলেও তেমন বিধ্বংসী আকার ধারণ করেনি, বা সুনামির জেরে পার্শ্ববর্তী এলাকাগুলোতেও তেমন কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। নিউ ক্যালেডোনিয়ার পূর্বে ভাউ থেকে ৪১৫ কিলোমিটার দূরে সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পের উৎসস্থল।

‘ইউএস জিওলজিক্যাল সার্ভে’ আগাম সর্তকতা জারি করেছিল ভূমিকম্পের। জানিয়ে দেয়া হয়েছিল ‘আগামী পাঁচ ঘণ্টার মধ্যে হতেচলেছে ভয়াবহ ভূমিকম্প, যার ফলে সৃষ্টি হতে পারে সুনামির। অনুমান করা হয়েছিল ফিজি, নিউজিল্যান্ড ও ভানুয়াতুতে প্রায় ০.৩ থেকে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে। যেমন সর্তকতা জারি করা হয়েছিল হয়েছে ঠিক তেমনি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর