ধূমপান নিষিদ্ধ ২১ বছরের কম ব্যক্তির জন্য, পাওয়া যাবে না খোলা সিগারেট; আসছে অনেক নয়া নিয়ম

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

iStock-938353306-1024x684-1

নিউজ ডেস্ক : ধূমপান নিষিদ্ধ করার নিয়ম নিয়ে আসতে চলেছে সরকার। ধূমপান নিষিদ্ধ হবে ২১ বছরের কম বয়সী সব ব্যক্তির জন্য। তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না ২১ বছরের কম বয়সী কোন ব্যক্তির কাছে। কোন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে রাখা যাবে না কোনো তামাকজাত দ্রব্য বিক্রির দোকান। খোলা অবস্থায় বিক্রি হবে না সিগারেট। সবক্ষেত্রে সিগারেট বিক্রি করতে হবে সীলড প্যাকেটে।

 

ইতিমধ্যেই সরকার Cigarettes and other Tobacco Products Amendment Act, 2020. নামক আইনের খসড়া বানিয়েছে। এই খসড়ায় স্বাস্থ্যমন্ত্রক ধূমপানের ন্যূনতম বয়সসীমা ২১ করার বিষয়ে প্রস্তাব দিয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত নেশাদ্রব্যের দোকান থাকাও চলবে না।

নতুন এই আইন লংঘন করলে কারো হতে পারে ২ লক্ষ টাকা জরিমানা বা এক বছর কারাবাস। তৃতীয়বারের জন্য এই আইন লঙ্ঘনের হতে পারে ৫ লক্ষ টাকা জরিমানা বা পাঁচ বছর সশ্রম কারাবাস।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর