কথা থাকলেও করোনা আতঙ্কে খুলছে না তাজমহল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200706-WA0024

এনবিটিভি ডেস্ক: কথা থাকলেও শেষপর্যন্ত সোমবার খুলল না তাজমহল। আগে ঘোষণা করা হয়েছিল, দেশের অন্যান্য পুরাতাত্ত্বিক সৌধের সঙ্গে আগ্রার তাজমহলও দর্শকদের জন্য বিধিনিষেধ মেনে খুলে যাবে।

কিন্তু করোনার প্রকোপ কমেনি। তাই জেলার প্রশাসনের সঙ্গে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, তাজমহল খোলার দিন পিছিয়ে দেওয়া হবে। আগ্রায় কনটেনমেন্ট জোন ও বাফার জোনে করোনা সংক্রমণ বাড়তে থাকায় তাজমহল খোলা ঝুঁকির হয়ে যাবে বলে তারা মনে করছে।

তাছাড়া, আগ্রায় বেশিরভাগ পর্যটকই আসবেন দিল্লি হয়ে। দিল্লিতে সাংঘাতিক হারে বাড়ছে সংক্রমণ। গত ২৫ মার্চ থেকে সব হোটেল, রেস্তরাঁ বন্ধ। ফলে চরম দুর্দশায় পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।

তাজমহল খোলার সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় প্রচণ্ড হতাশ তাঁরা। হতাশ গাইড, ফটোগ্রাফার, ট্যাক্সি ড্রাইভাররাও। এর উপর ট্রেন ও বিমান পরিষেবা বন্ধ থাকায় পর্যটকরা আগ্রায় আসতে পারবেন না, সে কথাও ভাবা হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর