১ মাসের জন্য নার্সদের আন্দোলন বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images (13)

কলকাতাঃ বেতনবৈষম্যের প্রতিবাদে এসএসকেএম হাসপাতালে আন্দোলন করে চলেছে নার্সরা। এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল, ১ মাসের জন্য নার্সদের আন্দোলন বন্ধ রাখার।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, বেতনবৈষম্য নিয়ে পুরো বিষয়টা খতিয়ে দেখছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও স্বাস্থ্য অধিকর্তা । ফলে গোটা বিষয়টা খতিয়ে দেখে বিবেচনার জন্য একমাসের মতো সময় লাগবে।

এরপরই হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, যেহেতু এই বিষয়টি রাজ্যের মন্ত্রী ও আধিকারিকরা খতিয়ে দেখছেন, তাই ১ মাসের জন্য নার্সদের এই আন্দোলন প্রত্যাহার করা হোক। ১ মাস পর সরকারের সিদ্ধান্তের পর নতুন নির্দেশিকা জারি করা হবে হাইকোর্টের তরফে।

উল্লেখ্য, এর আগেও নার্সদের আন্দোলন চলাকালীন চন্দ্রিমা ভট্টাচার্য আশ্বাস দেন, তাদের দাবি মেনে নেওয়া হবে। চার মাস সময়ও দেন তিনি। তারপরই আন্দোলন বন্ধ করে দেন নার্সরা। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও কোনও কাজ হয়নি। ফলে ফের আন্দোলন নামে নার্সরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর