দেশে করোনার নতুন ঢেউ

দেশে আবারও আছড়ে পরছে করোনার দ্বিতীয় ঢেউ। রবিবার সারা দেশে মোট করোনা আক্রাভ হয়েছে 43,846 জন। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 30,535  জন।সারা দেশে গতকাল করোনায় মৃত্যুর সংখ্যা 197 জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রে মৃত্যুর সংখ্যা 99জন। এই মুহূর্তে সারা দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনার দাপট সবচেয়ে বেশী। মহারাষ্ট্রে আইসোলেটেড আছেন 9,69,867 জন। করোনা সেন্টারে ভর্তি আছেন 9,601জন। অ্যাক্টিভ কেস 2,10,120 টি। এছাড়াও কর্ণাটকে গত 24 ঘন্টায় 1322জন, দিল্লিতে 831জন আক্রান্ত হয়েছে।

এই দ্বিতীয় ঢেউ সামলাতে মহারাষ্ট্রে কিছু কিছু জায়গায় শুরু হয়েছে লকডাউনও।

Latest articles

Related articles