বিশ্ববাজারে একলাফে প্রায় তিনগুণ বাড়ল আফিমের দাম,নতুন আইন জারি করল তালিবান

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

opium

 

বিশ্ববাজারে একলাফে প্রায় তিনগুণ বাড়ল আফিমের দাম। সারা বিশ্ব বাজারে ব্যাপক আলোড়ন।তালিবান আফগানিস্তান দখল করার পর নিজের সরকার গঠনের দিকে এগোচ্ছে ৷ তালিবান দেশে একাধিক নয়া নিয়ম জারি করেছে৷ নতুন ফতোয়ার বিষয়ে তারা সবকিছু জানিয়ে দিচ্ছে৷ একাধিক বড় বদলের পর ফের এক বিশাল সিদ্ধান্ত নিয়েছে তারা৷আফগানিস্তানে আফিম চাষের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ তালিবান আফগানিস্তানের একাধিক গ্রামে গিয়ে কৃষকদের এই ফরমান জারি করেছে৷ তারা জানিয়েছে আর যেন আফিমের চাষ তাঁরা না করেন কারণ তাঁদের দেশে আফিম নিষিদ্ধ হতে চলেছে৷ ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ি কান্দাহারের আশেপাশের এলাকায় সবচেয়ে বেশি আফিমের চাষ হয়৷ যা কৃষকদের বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷

ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী, কান্দাহারের আশেপাশের এলাকায় সবচেয়ে বেশি আফিমের চাষ হয়৷ যা কৃষকদের বন্ধ করতে নির্দেশ দেয়া হয়েছে৷তালিবানের এই ফরমান কার্যকারিতা দেখাতে শুরু করে দিয়েছে৷ আফগানিস্তানের বাজারে আফিমের দাম বেড়েছে৷ কারণ বোঝাই যাচ্ছে আফিমের ভবিষ্যত ভীষণরকম অনিশ্চিত৷

সাম্প্রতিক পাওয়া খবরের ভিত্তিতে তালিবানের এই ফরমানের পর এক ধাক্কায় ৭০ ডলার প্রতি কিলোগ্রাম আফিমের দাম থেকে একেবারে লাফিয়ে ২০০ ডলার প্রতি কিলোগ্রামে পৌঁছেছে৷তালিবানের এই নয়া ফরমানে সকলেই প্রবল চমকে উঠেছেন৷ আমেরিকা দীর্ঘসময় ধরে আফগানিস্তানে আফিম চাষ কমাতে চেষ্টা করেছিল৷ কিন্তু তারা সাফল্য পায়নি৷ আফগানিস্তান থেকে বিশাল মাত্রায় আফিম পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই হয়৷

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর