এনবিটিভি, রাণীনগরঃ রাজ্য সরকার মারফত জারি হয়েছে আংশিক লকডাউনের নিয়মাবলী। দিনের পর দিন আবারও বেড়ে চলেছে করোনার প্রকোপ। ব্লক প্রশাসন থেকে পুলিশ আধিকারিক রা আগের মত এবারও শুরু করেছে জোর সচেতনতার কাজ। এদিন রাণীনগর ২ নম্বর ব্লকের ই-রিক্সা ও হকার্স ইউনিয়নের কর্মকর্তারাও পথে নামেন করোনা সচেতনতার জন্য।
এদিন রাণীনগর ব্লকের শেখপাড়া চৌরাস্তা মোড় সহ এলাকা জুড়ে মাইক ফুঁকে ফুঁকে করোনা সচেতনতার বাণী প্রচার করেন তারা। নিয়মিত মাস্কের ও স্যানিটাইজার ব্যাবহার যেন আবারও আগের মত শুরু হয় ,সে ব্যাপারেও জানানো হয় এদিন। এছাড়াও বাজার এলাকার কয়েকশ পথ চলতি মানুষকে বিনামূল্যে মাস্ক দেওয়া হয় এদিন।
টোটো গাড়ি কিংবা ব্যাটারি চালিয়ে গাড়ি গুলিতে যেন সামাজিক দূরত্ব মানা হয় সে ব্যাপারেও সচেতন করা হয় সাধারণ মানুষকে।