বড় অর্জনের পথে আফগানিস্তানের তালিবান সরকার

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

967332-talib-govt

নিউজ ডেস্ক : আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তালিবান। তবে সে অপেক্ষা শেষ হতে চলেছে। খুব শিগগীর আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে গোষ্ঠীটি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

অসলোতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বৈঠকের পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে মুত্তাকি মানবিক সংকট কাটাতে যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের জব্দ করা সম্পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। ২০ বছরের দখলদারিত্বের পর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহার করায় গত বছরের আগস্টে তালিবানরা কাবুলের ক্ষমতা দখল করে। তালিবান সরকারকে কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

মুত্তাকি বলেন, আফগানিস্তানে তালেবান শাসক ধীরে ধীরে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন করছে। স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়ায় চলছে। আমরা সেই লক্ষ্যের কাছাকাছি এসে পৌঁছেছি। গত জানুয়ারিতে নরওয়েতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বৈঠক করেছে তালিবান। পশ্চিমা মাটিতে তালিবানের এটাই ছিল প্রথম বৈঠক।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর