এনবিটিভির খবরের জেরে পুনরায় রাস্তা তৈরির কাজ শুরু ভাঙ্গড়ে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

এনবিটিভি ডেস্কঃ এনবিটিভির খবরের জেরে পুনরায় রাস্তা তৈরি করতে বাদ্ধ হলো ঠিকাদার। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগান জেলার ভাঙ্গড় উত্তর চক্ররের বাগুরিয়া এলাকায়। গতকয়েক দিন পূর্বে তৈরি হয় পিচের রাস্তা। সেই রাস্তাকে খুদে বাচ্চারা খেলতে গিয়ে সবই তুলে ফেলে। এই ঘটনা দেখে অবাক এলাকাবাসী। দীর্ঘদিন অপেক্ষার পরে শুরু হয় বেহাল রাস্তা তৈরির কাজ। কিন্তু সেই রাস্তা একদিনও টিকলোনা।

এলাকাবাসীর অভিযোগ, “সরাসরি ধুলো ভরা রাস্তার উপরে পিচ ঢেলে রাস্তা শুরু করে। এলাকাবাসী বারংবার তাদের এই কাজকে অভিযোগ করলে কর্ণপাত করেনি কেউ।” একদিন পরে সেই রাস্তা ভুষির মতো ক্ষুদেদের তুলে ফেলতে দেখা যায়।

 

এরপরেই এনবিটিভির সংবাদ শিরোনামে রাস্তার এই ঘটালা সামনে আসতেই  নড়েচড়ে বসলো ওই রাস্তা তৈরির সাথে যুক্ত ব্যাক্তিরা। শুক্রবার পুনরায় রাস্তা তৈরি করতে শুরু করে রাস্তার ঠিকাদার।

 

এদিন এলাকাবাসী এনবিটিভির টিমকে জানায়, “আপনাদের খবরের জেরে পুনরায় রাস্তা তৈরির কাজ শুরু হয়াতে আমরা খুব খুশি। এখন কতটা সুন্দরভাবে কাজ করে তা কয়েকদিন পরে বোঝা যাবে।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর