মেরিট লিস্টে নাম নেই, একাদশ শ্রেণীতে ভর্তি হতে না পেরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210810_181753

এনবিটিভি ডেস্ক: করোনা ভাইরাসের কারণে এবছর পরীক্ষা হয়নি মাধ্যমিক -উচ্চ মাধ্যমিক। সরকারীভাবে ১০০ শতাংশ ছাত্রছাত্রীকে পাশ করানো হয়েছে। আর তাতেই বিপাকে পড়েছে একাধিক স্কুল। উচ্চ মাধ্যমিকের জন্য সীমিত আসন থাকায় একাদশ শ্রেণীতে ভর্তি না হতে পেরে নাজেহাল অবস্থা সদ্য মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের।

 

আজ সমস্ত ছাত্রছাত্রীদের স্কুলে ভর্তি করার দাবি জানিয়ে দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ধূলিয়ান পুরসভা। পুরসভার সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে এক ছাত্রী। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকাজুড়ে।

তাদের দাবি, এবছর মাধ্যমিকে ৮৬০ পরীক্ষার্থীর সকলেই পাশ করেছে। কিন্তু মেরিট লিস্টে নাম এসেছে ৪০০ জনের। তাহলে বাকি ছাত্রছাত্রীরা কোথায় ভর্তি হবে? যদিও বেশ কিছুক্ষণ পর উঠে যায় অবরোধ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর