টাইম ম্যাগাজিন : বিশ্বের সেরা ১০০ প্রভাবশালীর তালিকায় মমতা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

election-jpg_420x236xt

নিউজ ডেস্ক : বিশ্বের দরবারে ফের উজ্জ্বল হল বাংলার মুখ। বিশ্বের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জায়গা করে নিয়েছেন পুনের সেরাম ইনস্টিটুউটের সিইও আদার পুনেওয়ালা। বুধবারই টাইম ম্যাগাজিন ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছেন। বুধবার টাইম ম্যাগাজিন বিশ্বের সেরা ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। তালিকাটি ছটি বিভাগে প্রকাশ করা হয়েছে- আইকন, শ্রষ্ঠা, সেরা, শিল্পী নেতা আর উদ্ভাবক।

মমতার বিষয়ে টাইম ম্যাগাজিনের বিররণে লেখা হয়েছে, ‘ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অর্থ এবং লোকবল সত্ত্বেও ২ মে আপাতদৃষ্টিতে অপরাজেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিস্তারাবাদী উচ্চাকাঙ্খার বিরুদ্ধে উনি (মমতা) দুর্গের মতো দাঁড়িয়েছিলেন, যখন তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন। ভারতীয় রাজনীতিতে অন্যান্য মহিলাদের মতো মমতাকে কখনও কারও স্ত্রী, মা, মেয়ে বা সঙ্গী হিসেবে দাগিয়ে দেওয়া হয়নি। উনি দারিদ্র্যতার মধ্যে থেকে উঠে এসেছিলেন। পরিবারকে সাহায্যের জন্য একটা সময় স্টেনোগ্রাফার হিসেবে কাজ করেছেন, দুধের বুথের ভেন্ডর হিসেবে কাজ করেছেন।’ সাংবাদিক বরখা দত্তের লেখা সেই বিবরণে আরও বলা হয়েছে, ‘মমতার বিষয়ে বলা হয় যে উনি নিজের দল তৃণমূল কংগ্রেসকে নেতৃত্ব দেন না। তিনিই হলেন দল। পুরুষতান্ত্রিক সংস্কৃতির মধ্যে তাঁর স্ট্রিট-ফাইটার মনোভার এবং নিজের হাতে গড়া জীবনই তাঁকে আলাদা করে তুলেছে।’

বুধবার বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। তাতে ‘নেতাদের’ তালিকায় আছেন মোদী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, শি জিনপিং, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সেই তালিকায় রাখা হয়েছে তালিবানের আবদুল ঘানি বরাবদরকে। মোদীর বিষয়ে টাইম ম্যাগাজিনে ব্যাখ্যা দেওয়া হয়েছে, স্বাধীন ভারতের ৭৪ বছরের ইতিহাসে তিনজন গুরুত্বপূর্ণ নেতা আছেন। তাঁরা হলন – জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং মোদী। ‘নরেন্দ্র মোদী সেই তালিকায় তিন নম্বরে আছে। তাঁদের (নেহরু এবং ইন্দিরা) সময় থেকে কেউ আর দেশের রাজনীতিতে এভাবে আধিপত্য বিস্তার করেনি।’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর