সফল ভাবে পালিত হল কর্ণাটকে হিজাব নিষিদ্ধের বিরুদ্ধে বন্‌ধের ডাক

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

আজ কর্ণাটক শহরের দৃশ্য।
আজ কর্ণাটক শহরের দৃশ্য।

এনবিটিভি ডেস্কঃ মঙ্গলবার কর্ণাটকের স্কুল-কলেজে হিজাব পরা নিষেধাজ্ঞার রায় দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। এর প্রতিবাদে আজ কর্ণাটকে সারা রাজ্য জুড়ে বন্‌ধের ডাক দিয়েছে বেশ কিছু মুসলিম সংগঠন। আজ বৃহস্পতিবার সফল ভাবে পালিত হল বন্ধ। রাজ্যের বিভিন্ন শহরে এই বন্ধকে স্বাগত জানিয়ে সকাল থেকে দোকান পাট বন্ধ ছিল।

রাস্তা শুন্য। কর্ণাটক

বুধবার কর্ণাটক মাওলানা সাগীর আহমেদ রাশাদি একটি ভিডিও বার্তায় এই বন্‌ধের ডাক দিয়ে বলেন,“ আমরা ভারতীয় সংবিধানের আত্মাকে বিশ্বাস করি, তাই সংবিধানের মূল ভিত্তি রক্ষা করতে হবে। কেননা হিজাবের রায় সংবিধান বহির্ভূত। এই রায়ের প্রতিবাদে সমস্ত মুসলমান, সচেতন ও সুশীল সমাজের মানুষদের বন্‌ধে অংশ নেওয়ার আহ্বান জানাই।”

আজ বৃহস্পতিবার কর্ণাটক শহরের দৃশ্য।

মাওলানা সাগীর আহমেদ বলেনে, “স্বেচ্ছায় বনধে অংশ নেওয়ার জন্য আহ্বান করছি। এবং কাউকে তার দোকান বন্ধ করতে বাধ্য না করার জন্য বলব। শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলবে কর্ণাটক রাজ্যে বন্‌ধ।”

শহরের রাস্তার ধারে দোকান বন্ধের দৃশ্য।

এদিকে বিভিন্ন মুসলিম সংগঠনের বন্‌ধের ডাককে সমর্থন জানিয়েছে ছাত্র সংগঠন ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া এবং অন্যান্য দলগুলিও।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর