করোনার তৃতীয় ঢেউ একেবারে দোরগোড়ায় একথা বলাই যায়। আর এই তৃতীয় ঢেউ এর মধ্যে শিশুদের সংক্রমণ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি । অন্যান্য বয়সীদের করোনার ভ্যাক্সিনেশন চালু হলেও শিশুদের চালু হয়নি । আর এই তৃতীয় ঢেউ মারাত্মক হতে পারে এই ভেবেই শিশুদের অভিভাবকদের রাতের ঘুম উড়েছিল । তবে এরই মাঝে আসার আলো দেখালো এইমস প্রধান রণদীপ গুলেরিয়া। তিনি জানান চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই শিশুদের জন্য টিকা আসতে চলেছে।
শিশুদের ভ্যাক্সিনেশনের জন্য দ্বিতীয় এবং তৃতীয় ট্রায়াল শেষ হলেই ট্রায়ালের ফলাফলের রিপোর্ট ভিত্তি করে শিশুদের জন্য কোভ্যাক্সিন টিকা দেওয়ার জন্য অনুমতি মিলবে। উল্লেখযোগ্য দিল্লির এইমস প্রধান এও জানান ,ট্রায়েলের জন্য ইতিমধ্যেই ২ থেকে ১৭ বছর বয়সী পর্যন্ত স্বেচ্ছাসেবকদের নির্বাচন শুরু করা হয়েছে। গত মে মাসের ১২ তারিখ ভারত বায়োটেক ১৮ বছর বয়সীদের উপর কোভ্যাক্সিন ট্রায়ালের অনুমতি দিয়েছে।