‘ওয়াইসী- শাহ গোপন রফা’ কেজরিওয়ালের প্রকাশিত গোপন ভিডিও ভুয়ো

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201116-WA0004

এনবিটিভি: বিহার নির্বাচনে আসাদউদ্দিন ওয়াইসির দল মিম-এর উত্থানের পর বিজেপি আর মিম-কে ঘিরে কেজরিওয়ালের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকে বিশ্বাসও করেন, বোধহয় সত্যিই মিম নেতার সঙ্গে বিজেপি নেতা অমিত শাহের রাত তিনটে নাগাদ হওয়া গোপন বৈঠকের কথা। কিন্তু, ওই ভিডিও পরখ করে দেখা গেছে এটি বিহার নির্বাচনের আগে নয়, বহু পুরানো। ২০১৬ সালে কেজরিওয়ালের ভিডিওকে বর্তমান ভিডিও বলে প্রচার করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা হয়, বিহার ভোট ভাগ করার জন্য ওয়াইসি ও অমিত শাহের গোপন বৈঠক। কিন্তু ওই ভিডিওটি যে মিথ্যা তা প্রমাণ করে দিয়েছে দ্য ক্যুইন্ট নামে এক নিউজ পোর্টাল। ক্যুইন্ট ফেক নিউজ ফাঁস করার ক্ষেত্রে অগ্রণী।
দ্য ক্যুইন্ট গুগুল সার্চ করে যে তথ্য পেয়েছে তা তুলে ধরে জানিয়েছে, ভিডিওটি ২০১৬ সালের। সেই সময় গুজরাতের প্রাক্তন বিজেপি নেতা ইয়াতিন ওজা বিজেপি ছেড়ে আপ-এর যোগ দেওয়ার পর এক চিঠি ‘ফাঁস’ করার দাবি জানান। সেই চিঠিতে দাবি করা হয় ওজার উপস্থিতিতে অমিত শাহ ও আকবরউদ্দিন ওয়াইসির বৈঠক হয়েছে বিহার নির্বাচনে (২০১৫) মুসলিম প্রধান এলাকায় গোপন ডিল হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর