চতুর্থতম দিনে পড়ল জঙ্গিপুর বইমেলা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-02-27 at 2.29.02 PM

আব্দুস সামাদ, জঙ্গিপুরঃ জঙ্গিপুরে 16 তম বইমেলার আজ চতুর্থ দিন। এই জঙ্গিপুর বই মেলায় বিভিন্ন বই, কম্পিউটার,খাবারের স্টলের পাশাপাশি আজ দেখা মিলল The Digital University নামে এক অভিনব স্টল। এই প্রতিষ্ঠানের ফাউন্ডার রাজিব শেখ। তিনি জানান এটি একটি অনলাইন এডুকেশন প্লাটফর্ম। যেখানে ছাত্র ছাত্রীরা বাড়িতে বসেই মোবাইল, ট্যাব এর মাধ্যমে লেখাপড়া করতে পারবে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে রেজিষ্টেশন করা হয়। এছাড়াও তিনি বলেন, জঙ্গিপুর একটি পিছিয়ে পড়া এলাকা এই এলাকায় মানুষের জন্য আমাদের ভাবনা দরিদ্র, দুঃস্থ,ছেলে মেয়েরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় এজন্যই এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রামে গ্রামে প্রচার অভিযান করা হচ্ছে। এছাড়াও তিনি জানান এই প্রতিষ্ঠান এক অভিনব কায়দায় সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং তিনি বলেন এই প্রতিষ্ঠান থেকে কর্মসংস্থানের ব্যবস্থা আছে। এবং বিগত দিনে মহামারী করোনা ভাইরাসের কারণে যখন স্কুলকলেজ টিউশন বন্ধ তখন প্রতিটা ছাত্রছাত্রীকে পরিষেবা দিয়ে গিয়েছে এই দ্য ডিজিটাল ইউনিভার্সিটি। এছাড়াও আজকে এই স্টলে উপষ্ঠিত ছিলেন বিশিষ্ট শিক্ষক মো মইদুল ইসলাম। তিনি বলেন আমরা যে যুগে বসবাস করছি সেটি ডিজিট্যাল যুগ। এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশকে ডিজিট্যাল করতে চাইছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে এই ডিজিট্যাল ইউনিভার্সিটি দরকার। এই প্রতিষ্ঠান বর্তমানে যে কোভিড১৯ এ স্কুল কলেজ বন্ধ তখন শিক্ষার জন্য সর্বদা ছাত্রছাত্রীদের পাশে থেকেছে। এই মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা। এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে দুস্থ দরিদ্র শ্রেণীর মানুষেরা খুব স্বল্প পরিমাণ টাকায় এখান থেকে শিক্ষা নিতে পারবেন এবং উন্নয়নের পথে ধাবিত হতে পারবেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর