পুকুর খননের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200612-WA0010

সফিকুল আলম,চাঁচল,এনবিটিভি:
চাঁচল ১ নং ব্লকের মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে পুকুর খনন না করেই হাজার হাজার টাকা আত্মসাতের অভিযোগ।এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।প্রশাসন সূত্রে জানা যায় পুকুরের সৌন্দর্যায়নের জন‍্য পঞ্চায়েত তরফে পুকুর খননের এমন স্কীম করা হয়।তবে কাজ না করেই ভুয়ো মাষ্টাররোল করে সমস্ত টাকা জব কার্ডে তুলে নেওয়া হয়েছে বলে দাবী অভিযোগকারীদের।

এ নিয়ে ১১ই জুন বৃহস্পতিবার পঞ্চায়েতের বিরুদ্ধে চাঁচল ১ নং ব্লক অভিযোগ করেছেনে এলাকারই সেখ রিয়াজুদ্দিন ও মোহাঃ মেরাজ নামে দুই ব‍্যক্তি। ঘটনা তদন্ত করে উপযুক্ত ব‍্যবস্থা গ্রহনের দাবী তুলেছেন তারা। এমনকি চাঁচল মহকুমা শাসকের দপ্তরেও এই অভিযোগ জমা পড়েছে। তবে পুকুরের মালিক অভিযোগ না করে গ্রামবাসী কেন অভিযোগ করল? সংশয় থেকে যাচ্ছে।

জানা গেছে ২০১৯-২০ অর্থবর্ষে ওই পঞ্চায়েতের তরফে এম জি এন আর ই জি এস প্রকল্পের প্রায় চার কাঠা পুকুর সৌন্দর্যায়নের জন‍্য বরাদ্দ হয়েছিল ছিয়াত্তর র্হাজার তিনটাকা। চাঁচল-১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য জানান, মহানন্দাপুর পঞ্চায়েতের বিরুদ্ধে পুকুর খনন না করেই হাজার হাজার টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছি।
এছাড়াও তিনি ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।এবিষয়ে মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল চৌধুরীর দাবী,সেই পুকুরের কাজ সম্পন্ন করেই বিল পাশ করা হয়েছে। সম্পূর্ন মিথ‍্যা অভিযোগ বলে দাবী করেছেন প্রধান।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর