মালয়েশিয়ায় মাদকসহ ধরা পড়েছে বাংলাদেশী নাগরিকঃ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_304443917389686

 

আতিয়া সুলতানা তাইয়্যিবা
এনবিটিভি নিউজ ডেস্কঃ

মাদক নিয়ন্ত্রণের অপরাধ তদন্ত বিভাগের অভিযানে মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুবাং জায়ায় ৮ লাখ রিঙ্গিতের মাদকসহ তিনজনকে আটক করেছে দেশটির স্থানীয় পুলিশ। যার পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। দেশটির পুলিশ জানিয়েছে, আটক তিন জনের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে।
গত বৃহস্পতিবার মাদকসহ ধরা পড়ে এবং বিষয়টি ২৩ জুন গত সোমবার নিশ্চিত করেন সেলাঙ্গর প্রদেশের সুবাং জায়া জেলা পুলিশের সহকারী কমিশনার রিসিকিন সেতিমান। এই মাদক গুলো ‘খাদ্যসামগ্রী’ বলে আমদানি করছিল এই সিন্ডিকেট দল। সবুজ রঙের চায়ের প্যাকেটে এগুলো পাচার করা হচ্ছিলো। মাদকগুলো সেখান থেকে ক্লাং ভেলী মার্কেটের উদ্দেশ্যে নেয়া হচ্ছিলো বলে পুলিশের ধারণা।
আটককৃতদের ইউরিন পরীক্ষা করা হলে দুইজনের মধ্যে ড্রাগ পজিটিভ রিপোর্ট।
আমরা একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সানওয়ে সিটি এলাকায় অভিযান চালিয়ে ২০ প্যাকেট সায়বু (মাদক) যার ওজন ২১ কেজির বেশি মাদক উদ্ধার করা হয় বলে জানান তিনি।
উক্ত অভিযানে তিন জনকে আটকের পাশাপাশি তাদের কাছ থেকে নগদ ১০ হাজার মালয় রিংগিত ও ২টি প্রাইভেট কার জব্দ করা হয়।
দেশটির পুলিশ জানিয়েছে, দেশটির মাদক প্রতিরোধ আইন অনুযায়ী আটকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর