রাজনীতি নিয়ে শুরু হলো গোষ্ঠী বিবাদ, “আব্বাস জোকার” অভিমত ত্বহা সিদ্দিকীর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

FB_IMG_1612325463719

নিউজ ডেস্ক : রাজনীতির জালে আটকা পড়ে শুরু হলো মুসলিমদের একাংশের মধ্যে গোষ্ঠী। শুরু হলো ধর্মনিরপেক্ষতা আর রাজনীতির সংঘর্ষ। এমনটাই বোঝা গেল মঙ্গলবার হুগলির এক অনুষ্ঠান থেকে। যেখানে ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকীকে বলতে শোনা যায় “আব্বাস বাচ্চা ছেলে, জোকার, রাজনীতি সম্পর্কে তার নুন্যতম জ্ঞানও নেই।

এছাড়াও তিনি আব্বাস সিদ্দিকী কে কটাক্ষ করে বলেছেন “সার্কাসে মনোরঞ্জনের জন্য নিয়ে আসা হয় জোকারকে, কিন্তু আব্বাস সিদ্দিকী রাজনৈতিক মহলের মনোরঞ্জনে মাঠে নেমে পড়েছেন”। ত্বহা সিদ্দিকি আরো বলেন,’ রাজনীতি কোন সার্কাস নয়, যে সেখানে মনোরঞ্জনের কোন স্থান আছে’।

এমনকি আব্বাস সিদ্দিকী কে পরিবারের কলঙ্ক নামে অভিহিত করে ত্বহা সিদ্দিকী বলেন, যাদের মনে ধর্মনিরপেক্ষতা বিরাজমান তাদের মনে রাজনীতির কোন স্থান থাকতে পারে না। এছাড়া, অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন-এর প্রধান আসাউদ্দিন ওয়াইসি কে কটাক্ষ করে বলেন, ওআইসি বাহ্যিক ভাবে সাদা পোশাক পরিহিত হলেও তার ভিতরটা গেরুয়া। ওআইসি কে ‘বিজেপির দালাল’ বলেও অভিমত প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর