পাকিস্তানে তুষারপাতের মধ্যে গাড়ি আটকা, নিহত ২১

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

-1

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে অবস্থিত এক বিখ্যাত পাহাড়ি স্টেশনে প্রবল তুষারপাতের ফলে গাড়িতে আটকে পড়ে মারা গেছেন ১৬ পর্যটক। তারা দু’দিন ধরে আটকে থেকে মারা গেছেন। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদকদের বলেন, কমপক্ষে এক হাজার গণপরিবহন ওই প্রবল তুষারপাতের কারণে আটকে পড়েছে। এ কারণে মারি শহরের ভিতরে ও বাইরের সড়কগুলো এখন বন্ধ আছে। ওই শহরটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ৬৫ কি.মি. দূরে অবস্থিত। তিনি বলেন, ১৬ থেকে ১৯ ব্যক্তি (পর্যটক) এ দুর্ঘটনায় মারা গেছেন। মারা যাওয়া এসব ব্যক্তির মধ্যে নারীরাও ছিলেন। তারা প্রবল শীত, খাবারের অভাব ও ওষুধের অভাবে মারা গেছেন।পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, পাকিস্তানের সেনাবাহিনীকে উদ্ধার অভিযান চালাতে আদেশ দেয়া হয়েছে।

সূত্র : নয়া দিগন্ত

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর