ফের বন্ধ স্কুল! আবারও কাজে ফিরছে খুদে পড়ুয়ারা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

দশম শ্রেণীর ছাত্র এখন চা বিক্রেতা।
দশম শ্রেণীর ছাত্র এখন চা বিক্রেতা।

এনবিটিভি ডেস্কঃ  বেশ কয়েক বছর স্কুল বন্ধের কারণে নানান কাজে লেগেছিল স্কুল ছাত্ররা। কেউবা গ্যারেজে,কেউবা মোবাইলের দোকানে। ফাঁকা টাইমে যতটুকু রোজগার হয় তাই দিয়ে সংসারে সাহায্য করতে স্কুল ছেড়ে কাজে ঢুকেছিলেন তারা।

তবে বেশ কিছুদিন আগে স্কুল খোলায় আবারও তাদের অনেকেই স্কুল মুখো হয়েছিলেন। তবে মাস না গড়াতে আবারও সেই কাজের দোকানেই দেখা মিলল শাহাদাত, সোমনাথের মত স্কুল ছাত্রদের।

গ্যারেজের কাজে এক দশম শ্রেণীর এক পড়ুয়া।

ইসলামপুর এসসিএম স্কুলের ছাত্র নাসিরউদ্দিন শেখ। বন্ধুর দেখা দেখি সেও একটি মোটর সাইকেল গ্যারেজে কাজে। মোটর সাইকেল ধুতে ধুতে তার বক্তব্য, স্কুল বন্ধ বাড়িতে বসে কি করব? তাই বন্ধুর দেখা দেখি আমি গ্যারেজে কাজে লেগেছি। মুর্শিদাবাদের ইসলামপুর এলাকার অনেক দোকানেই এখন তাই স্কুল ছাত্ররা কাজে নিযুক্ত।

এ প্রসঙ্গে স্কুল শিক্ষকদের দাবী, “স্কুল খোলায় অনেক কষ্টে ছাত্রদের স্কুলমুখী করার চেষ্টা চলছিল, তবে এবার স্কুল বন্ধ হওয়াই সেসব ছাত্ররা আবারও অন্ধকারে নিমজ্জিত হল।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর