নিউজ ডেস্ক : আবার শুরু হল পরিযায়ী শ্রমিক দের ফিরতি যাত্রা। আর এমন পরিযায়ী শ্রমিক এ ভাষা একটি বাস উল্টে গেল মধ্যপ্রদেশের গোয়ালিয়ার শহরের কাছে। ঘটনায় ইতিমধ্যে মৃত্যুর খবর পাওয়া গেছে তিনজনের। আহত হয়েছেন আরো অনেকে। মানুষের মনে মহারাষ্ট্রের অরঙ্গাবাদে গতবছর ট্রেনের তলায় চাপা পড়ে ১৫ জন ঘরমুখী শ্রমিকের মৃত্যুর স্মৃতি আবার পুনর্জাগরিত হয়ে উঠল এই দুর্ঘটনার মধ্যে দিয়ে।
করোনা ভাইরাসের শৃংখল ছিন্ন করতে রাজস্থান কর্ণাটক মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্য ইতিমধ্যেই লকডাউন এর পথ বেছে নিয়েছে। লকডাউন জারি করা হয়েছে দিল্লিতে। রাত্রিকালীন কারফিউ বা সপ্তাহান্তের লকডাউন চলছে উত্তরপ্রদেশ তামিলনাড়ু মধ্যপ্রদেশের মত বেশ কিছু রাজ্যগুলিতে। এর ফলে নিজেদের ঘর ছেড়ে জীবিকার তাগিদে ঐ সমস্ত রাজ্যগুলিতে পাড়ি দেয়া শ্রমিকরা আবার বাড়ি ফেরা শুরু করেছেন। আর তাতেই ফিরছে গতবছরের পরিযায়ী শ্রমিকদের দুর্দশার চিত্র। দিল্লির আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে আবার দেখা যাচ্ছে সেই গত বছরের মতো সীমাহীন ভিড়ের ছবি। যদিও আম আদমি পার্টির সুপ্রিমো ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে অবস্থানরত পরিচয় শ্রমিকদেরকে এখনই দিল্লি ছেড়ে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন কিন্তু কাজ হারিয়ে বসে থাকা পরিযায়ী শ্রমিকরা করোনা এপিসেন্তর হয়ে ওঠা শহর গুলোতে আর অপেক্ষা করতে পারছেন না।