ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাকমারীতে শিল্প বন্দর তৈরির প্রচেষ্টা, সরজমিনে পরিদর্শন করলেন সাংসদ অধীর চৈধুরী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-09-04 at 10.03.32 PM

বিশ্বজিৎ কর্মকার, মুর্শিদাবাদঃ বেশ কিছুদিন আগেই ভারত বাংলাদেশে সীমান্তবর্তী কাকমারিতে শিল্প বন্দর তৈরির দাবীতে কেন্দ্র সরকারের কাছে চিঠি পাঠিয়েছিলেন অধীর চৌধুরী। সে ব্যাপারে ইতিবাচক আশ্বাসও মিলেছিল। এদিন শনিবার সেই কাকমারি পরিদর্শন করতে আসলেন সাংসদ অধীর চৌধুরী। তিনি নিজে পায়ে হেটে এলাকা পরিদর্শন করেন।

 জলঙ্গির সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের কাকমারী বর্ডার থেকে বাংলাদেশ এর দূরত্ব মাত্র ৩ /৪ কিমি। তাই এলাকাবাসীর দাবী যদি এখানে একটি বন্দর করা যায় তবে অনেকেই উপকৃত হবেন।

এদিন দুপুর একটা নাগাদ কাকমারিতে এসে পৌঁছান তিনি। এলাকা পরিদর্শনের পর তিনি জানান “যেহেতু এখান থেকে বাংলাদেশের দূরত্ব অনেকটাই কমে তাই তিনি যথাসাধ্য চেষ্টা করবেন চেক পোস্ট তৈরি করার।” তিনি আরোও বলেন “কেন্দ্র ও রাজ্য সরকার যদি চাই এটা তৈরি করার তাহলে আখেরে জনগণের পাশাপাশি সরকারও  অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবে।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর