আসানসোল দাঙ্গায় জড়িত থাকা বাবুল সুপ্রিয় এখন তৃনমূলের পার্থী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

বাবুল সুপ্রিয়।
বাবুল সুপ্রিয়।

এনবিটিভি ডেস্কঃ একসময়ে বিজেপি’র মন্ত্রী ছিলেন। এখন তিনি আবার নামধারী বিজেপি বিরোধী ঘাসফুল শিবিরে। একসময় আসানসোলে দাঙ্গা লাগানোর অভিযোগও আছে তার বিরুদ্ধে।

গতবছর সেপ্টেম্বরে বাবুল সুপ্রিয় তৃণমূল শিবিরে যোগ দেন। এদিকে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর ফলে রাজ্যে বালিগঞ্জে উপনির্বাচন হওয়ার ঘোষণা হয়। এই সুযোগে দলের কর কমিটির সদস্যা করার জন্য উঠে পড়ে লেগেছে তৃণমূল। ফলে, প্রায় ৬ মাস পর তাঁকে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে পার্থী করল জোড়া-ফুল।

এদিকে প্রাক্তন হিন্দুত্ববাদী দলের নেতা বাবুল সুপ্রিয় বিধানসভার উপনির্বাচনে তৃনমূলের পার্থী নামের তালিকা প্রকাশ করায় খবে ফেটে পড়ে রাজ্য ইমাম পরিষদ।

উল্লেখ্য, ২০১৮-তে রামনবমীর দিনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল আসানসোল শিল্পাঞ্চল এলাকা। গোষ্ঠী সংঘর্ষে প্রাণ গিয়েছিল তিনজনের। আসানসোলের এক মসজিদের ইমাম মৌলানা ইমদাদুল্লাহ রশিদি হারিয়েছিলেন তাঁর ১৬ বছরের তরতাজা সন্তানকে। তখন আসানসোলে সাংসদ ছিলেন বিজেপির বাবুল সুপ্রিয়। এই হত্যায় নাম জড়ায় বাবুলের। যদিও সেই সময় পুত্রশোকে কাতর হয়েও ইমাম রশিদি সংঘর্ষ বন্ধের আর্জি জানিয়েছিলেন আসানসোলবাসীকে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর