প্রকৃতির মহারোষে বেইজিং, দিনের বেলায় ধুলি ঝড়ের তাণ্ডবে অন্ধকার শহর; বন্ধ উড়ান পরিষেবা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210315_200636

প্রকৃতির রুদ্ররোষে চীন! একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে চীনকে।বিভিন্ন প্রাকৃতিক সমস্যার মধ্যে প্রথম পাতায় দেখা গেল চীনের দুর্বিষহ ধুলি ঝড়। দিনের বেলাতেও অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বেইজিং।তাণ্ডবের শিকার হয়ে বন্ধ হয়ে যায় ফ্লাইট পরিষেবা।

ঘোর বিপদের সম্মখীন বেইজিং। প্রবল ধুলি ঝড়ের তান্ডবে দিশে হারা চীন। গত দশ বছরের মধ্যে এটাই সবথেকে ভয়ঙ্কর ও মারাত্মক ধুলি ঝড় বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। ঝড়ের কারণে দিনের বেলাতেও অন্ধকার হয়ে যায় গোটা শহর। এমন কি , পথ চলতে ব্যাবহার করতে হয় টর্চ লাইট। কিছুক্ষণের জন্য বিপর্যস্ত হয়ে যায় যানবহন পরিষেবা। পরবর্তীতে গাড়ির হেলাইট ও লেম্পপোষ্টের সাহায্যে সচল করা হয় যানবহন পরিষেবা।।

যানবহন পরিষেবা সচল হলেও সচল করা যায়নি ফ্লাইট পরিষেবা। প্রায় ৪০০টি উড়ান বন্ধ করে রাখা হয় ধুলি ঝড়ের কারণে। বেইজিং সূত্রে খবর, ধুলি ঝড়ের কবলে পড়ে উধাও হয়েছেন ৩৪১ জন। যাদের তল্লাশিতে মাঠে নেমে পড়েছেন বেইজিংয়ের পুলিশ কর্মর্তারা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর