আসন্ন নির্বাচনে দুই অঙ্কের সীমা পার করতে হিমশিম খাবে বিজেপি : প্রখ্যাত রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

4argopi4_prashant-kishor_625x300_27_February_20

হনিউজ ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনে দুই অঙ্কের সীমা পার করতে হিমশিম খাবে রাজ্য বিজেপি। শুধু এমন মন্তব্যই করেননি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর। আজ করা একটি টুইটে তিনি লিখেছেন বিজেপির জনসমর্থন একশ্রেণীর মিডিয়ার দ্বারা অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে আদতে এ রাজ্যের নির্বাচনে বিজেপিই দুই অঙ্কের সীমা পার করতে হিমশিম খাবে। তিনি শুধু এখানেই থামেননি, আরো বলেছেন যদি তারে অনুমান ভুল প্রমাণিত হয় তাহলে তিনি রাজনৈতিক বিশ্লেষণ করা ছেড়ে দেবেন। তিনি সবাইকে তাঁর এই টুইট সংরক্ষণ করার জন্য অনুরোধ করেছেন।

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তৃণমূল কংগ্রেসে ভিড়িয়েছেন তার রাজনৈতিক প্রচারণায় গতি আনতে। রাজ্যে সপ্তাহ শেষের দুই দিনের সফর শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহ দিল্লি ফিরে গেছেন। অমিত সাহা দাবি করেছিলেন যে পরিমাণ জনসমর্থন তিনি এবার পশ্চিমবঙ্গে পেয়েছেন এমন জনসমর্থন তিনি কখনোই দেখেননি। আবার তৃণমূল ছেড়ে ৬ বিধায়ক, এক সাংসদ এবং এক প্রাক্তন মন্ত্রী যোগ দিয়েছে বিজেপিতে। আজ আবার বিজেপি থেকে তৃণমূলে প্রত্যাবর্তন ঘটেছে বিজেপির সংসদ সৌমিত্র খাঁর সুজাতার। তার মাঝেই প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোরের এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর