“জাত ধর্ম” কবি সাইনা সুলতানা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210107_112026

জাত কি তোর ধর্ম কি জানতে কি তুই পারিস
জন্ম যখন তোর একফোঁটা রক্তে, গর্ভে ধারণ করিস…
ধর্মকে তুই নাই জেনে ধর্মের কথা বলিস
তোর কি ধর্মে লিখা আছে মানুষ হত্যা করিস?
ধর্মকে তুই বড়োই মানিস তোর ধর্ম বলে,
জানিস না তুই সবাই ভাবে নিজ ধর্ম নিয়ে..
পাপ কি পুন্য কি এই কথা কি মানিস?
একদিন তো মৃত্যু হবে এই কথা কি জানিস??
মানুষ হয়ে করছিস খুন ধর্মের নামে ভেদাভেদ
জীবন নিতে পিছপা হোসনা নিষ্পাপ শিশু রক্তেশেষ.. লাগিয়ে দাঙ্গা ধর্মের জয় মসজিদ বা মন্দির
ধর্মশালায় কি লিখা আছে হিন্দু কিংবা মুসলিম…
ধর্ম নহে, জাতি নহে, বিচার হোক মনুষ্যত্বের
ঘুন ধরেছে মোদের মনে রক্ত চক্ষু শিহরণে
মৃত্যুতে কি লিখা থাকে জাত ধর্মের সেই মানে??
কতো’ খুন’ করবি আর জাত ধর্মের এই নামে
শুন্য যে হয় মায়ের কোল অশ্রুবিন্দু নয়নের জলে..
শেষ করো সব রণক্ষেত্র থামাও এবার যুদ্ধ
মানুষ যদি হতে চাও মনটা করো শুদ্ধ…
একসাথে সবাই মিলে এসো করি অঙ্গীকার
জাত নয় ধর্ম নয় মিলেমিশে হই একাকার।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর