মুখ্যমন্ত্রীর কাছে নালিশ মালদা হাসপাতালে বিনা চিকিৎসায় পড়ে থাকা যুবকের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200825-WA0079

এনডিটিভি ডেস্ক, মোজাফ্ফার আহমেদ: অভিযোগ উঠল মালদা মেডিকেল কলেজের বিরুদ্ধে। মালদার ইংরেজ বাজারের এক যুবক , পেশায় রংমিস্ত্রী। ইংরেজ বাজারে একটি বাড়িতে রংয়ের কাজ করতে গিয়ে তিন তলার উপর থেকে পড়ে যায়। তারপর ঐ যুবককে ভাঙা পা নিয়ে মালদার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। তার পা এর চিকিৎসা করার সময় রক্ত পরীক্ষা করলে এইচ এই ভি ( HIV) পজিটিভ আসে। তারপর ঐ হাসপাতাল থেকে যুবককে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়। প্রায় দেড় মাস অতিক্রান্ত এখনও এইচ এই ভি-র চিকিৎসা শুরু করা হয়নি বলে দাবি ঐ যুবকের পরিবারের। তার পরিবার হাসপাতাল কতৃপক্ষকে একটি লিখিত অভিযোগ করেন এবং মুখ্যমন্ত্রীর কাছেও একটি অভিযোগ করেন। হাসপাতাল কতৃপক্ষ তাদের গাফিলতি স্বীকার করে নিয়েছেন এবং ওয়ার্ডের প্রধানকে বিষয়টি নিয়ে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক দ্বন্দ্বও তৈরি হয়েছে। স্থানীয় বিজেপি কর্মীরা সরকারের গাফিলতি বলে দাবি করছেন। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় তারা সমস্ত রকমের সহযোগিতা করবেন। যদি মালদা মেডিকেল কলেজে চিকিৎসা করা সম্ভব না হয় তারা বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করতে সহযোগিতা করবেন ঐ যুবকের পরিবারকে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর